শ্রীলঙ্কা আর আফগানিস্তানের লড়াইয়ে মাঠে ছিল না বাংলাদেশ, তবে ফলাফলের হিসাব-নিকাশে দারুণ লাভবান হলো লিটন দাসের দল। রোমাঞ্চকর সেই ম্যাচে শ্রীলঙ্কার জয়ের সুবাদে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা নিশ্চিত করল বাংলাদেশও।
ধারাভাষ্যে রাসেল আর্নল্ড মজা করে বলছিলেন, শ্রীলঙ্কার এই জয় উদযাপিত হচ্ছে শুধু কলম্বোতে নয়, ঢাকা, চট্টগ্রাম আর সিলেটেও। কারণ গ্রুপের সমীকরণই বাংলাদেশকে এই ম্যাচে লঙ্কানদের সমর্থকে পরিণত করেছিল।
আবু ধাবিতে আফগানিস্তানের করা ১৬৯ রান ৮ বল হাতে রেখেই ৬ উইকেটে ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। এতে তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে তারা সুপার ফোরে উঠল। শুধু শ্রীলঙ্কার বিপক্ষে হারা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে হলো রানার্সআপ। অন্যদিকে, কেবল হংকংকে হারাতে পারা আফগানিস্তানের যাত্রা শেষ হলো গ্রুপ পর্বেই।
‘এ’ গ্রুপ থেকে ইতিমধ্যে ভারত ও পাকিস্তান জায়গা করে নিয়েছে সুপার ফোরে।
এখন বাংলাদেশের সামনে অপেক্ষা কঠিন চ্যালেঞ্জের—
-
শনিবার দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লিটন দাসের দল।
-
বুধবার প্রতিপক্ষ ভারত।
-
বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
