ঢাকাMonday , 19 January 2026

কিছু বলতে চাই


Link Copied!

কিছু বলতে চাই

আয়েশা আহমেদ

কিছু বলতে চাই,
কিছু লিখতে চাই।
মনের কথা বলতে গিয়েও হয় না বলা।
প্রতিবাদের ভাষা আমার রুদ্ধ হয়ে যায়।

কেউ যেন আমার টুঁটি চেপে ধরে-
চোখে অশ্রু ঝরে, হতবিহ্বল আমি,
যখন কেউ বলে সানন্দচিত্তে-
দেশকে নিয়ে ভেবে কী লাভ?
দেশ আমাকে কী দিয়েছে?

ভেবে অবাক হই-
দেশকে ভালোবাসা বুঝি অন্যায়?
দেশ তো আমাকেও কিছু দেয়নি,
দেশ তো শুধু গুটিকয় চাঁদাবাজ,
ঘুষখোর, দুর্নীতিবাজদের আখড়া।
কেউ কেউ হাজার হাজার কোটি টাকা
হাতিয়ে দেশ ছেড়ে পালিয়েছে!

এ আমার দেশের দোষ নয়-
এ যে আমারই মতো কিছু মানুষের
সীমাহীন অপরাধ।
তাই বলে কি আমি দেশকে ভালোবাসব না?
কেন লোকেদের গ্লানিময় বার্তা শুনে
মন বিশ্বাস হারিয়ে ফেলে,
মন খারাপ হয়ে যায়?

ওরা সবাই চায় দেশকে
লুটেরাদের আখড়া বানাতে!
শুধু সবুজ-শ্যামল মাতৃভূমি,
আমি তোমাকেই ভালোবাসি।
আমি কাউকে চিনি না,
শুধু তোমাকেই জানি-
মাতৃসম জন্মভূমি।

তোমার বুক চিরে খেয়ে খেয়েও
ওরা তৃপ্ত নয়।
ওরা তোমার কুসন্তান-
ওরা জানে শুধু
লুটপাট করে কীভাবে খেতে হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।