ঢাকাMonday , 19 January 2026

মানবতাবিরোধী অপরাধ মামলায় ২২ জানুয়ারি ওবায়দুল কাদেরসহ ৭ জনের অভিযোগ গঠন

Link Copied!

জুলাইয়ের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিতে আগামী ২২ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালত সূত্র জানায়, নির্ধারিত দিনে মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির শুরুতে প্রসিকিউশন পক্ষ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানায়। এর বিপরীতে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা সকল আসামিকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।

এই মামলার অন্য অভিযুক্তরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।