পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের জায়গীর পাড়া এলাকার দুই ভারতীয় নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ করেছেন কোনো প্রমাণ ছাড়াই। তারা বাংলাদেশি সিম কিনে মোবাইল ব্যবহার শুরু করেছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে এবং ওই দুই এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। নির্বাচন অফিস দুই ভারতীয় নাগরিকের এনআইডি স্থগিত করে রেখেছে এবং পরবর্তী সময়ে তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
পঞ্চগড়ের জেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ-জামান জানিয়েছেন, তদন্ত চলমান থাকায় এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি, তবে এনআইডি দুটো আপাতত ব্লক করা হয়েছে।
এদিকে, স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং তারা চান যেন ভারতের নাগরিকরা কীভাবে বাংলাদেশি জন্ম সনদ ও ভোটার আইডি সংগ্রহ করেছেন তা খোলাসা হয়।